একই দিনে ঈদ/সিয়াম পালন করতে হবে এই মর্মে একটি তাত্ত্বিক বিশ্লেষন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
একই দিনে ঈদ/সিয়াম পালন করতে হবে এই মমে© একটি তাত্ত্বিক বিশ্লেষন

========================================================================
বাংলাদেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা  ও ঈদ কারা শুরু করেনতাদের পরিচয়
========================================================================
কালের কন্ঠ - ২৯ জুন ২০১৪
চাঁদপুরের ৩৫টি চট্টগ্রামের ৩০টি গ্রামের অনেকে আজ রবিবার থেকেই রোজা রাখা শুরু করছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে এসব গ্রামের অধিবাসীরা প্রতিবছরই এভাবে রোজা দুই ঈদ পালন করে আসছেন
জানা গেছে, হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা মরহুম ইসহাক (রহ.)-এর অনুসারী চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি মতলব উত্তর উপজেলার ৩৫টি গ্রামের অধিবাসীরা এভাবেই আগাম রোজা করেন। আট দশক আগে থেকে এসব গ্রামে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে রোজা ঈদ শুরু হয় বলে দরবার শরিফ সূত্রে জানা গেছে
ছাড়া চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল, চরতির সুইপুরা, পুরানগড়ের, মনেয়াবাদ, গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া এবং পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ির কিছু এলাকাসহ চট্টগ্রামের ৩০টি গ্রামের মানুষ আজ থেকে রোজা পালন শুরু করছেন। ছাড়া বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া হ্নীলার বেশ কয়েকটি গ্রামের অধিবাসীরাও সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন শুরু করেন
========================================================================

এই সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা মরহুম ইসহাক (রহ.)-এর অনুসারীদের কথা
========================================================================
০১= পরের দিনে ঈদ/সিয়াম পালনকারীগন বাস্তব অস্বীকারকারী।

timeanddate.com থেকে এইমাত্র screenshot নিলাম।
স্পস্ট লেখা new moon- 26 may.
Link:

অথচ বাস্তব অসিকারকরীগন new moon দাবি করছে- পরের দিন।

এদের সাথে চলতে গেলে আসলে নিজের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়
এরা জেনে বুঝেই প্রথম সিয়াম কে বরবাদ করছে। আর জেনে বুঝেই ঈদের দিনে সিয়াম রাখছে
আলহামদুলিল্লাহ! এদের ভ্রান্তবাদ অনুসরণ থেকে কিছু দিন আগে আল্লাহ আমাকে মুক্ত করেছেন।
না হলে আমিও হয়ত এদের সাথে সাথে আজো পরের দিনে সিয়াম/ঈদ পালন করতেই থাকতাম
২= সারা বিশ্বে একইদিন রোজা শুরু ঈদ করতে হবে।
৩= পাশের দেশের লোক সিয়াম রাখছে নিজেদের সিয়াম নষ্ট, কদর ঘুম, ঈদের দিনে সিয়াম রেখে হারাম কাজ করা কার সন্তুষ্টির জন্য? !চাঁরাকের গুড়ায় আন্ধার!
৪= সর্বপরি ইবনে আব্বাস রাঃ মাসের শেষে খবর পেয়েছেন যে দিন চাঁদ মুআবীয়া কুরাইব রাঃ (জুমআর দিন) দেখেছিলেন, তখন তার ব্যাকে যাওয়ার সুযোগ ছিল না! কোন হালাল জাদা আছে পৃথিবীতে যে দাখাতে পারবে জুমাবার তিঁনি খবর পেয়েছেন তার পরেও তিনি মুআবীয়া রাঃ সাক্ষী উপেক্ষা করেছেন!
৫= এখানে দেখা যায় নবিজি () দূরের থেকে আসা চাঁদ দেখা খবর মেনে নিতে নিশেধ করেননি। বরং উনি নিজেই দূরের খবর মেনে নিয়েছেন
(দূরের খবর মেনে নিচ্ছেন কারা – উত্তর-নিচে পাবেন)
৬= "চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাংগ" - এটা যদি দেশীয়ভাবে চাঁদ দেখা এবং দেশীয়ভাবে আমল করা হয়, তা হলে এই প্রিথীবিতে লাইলাতুলকদর হবে ২টা বা ৩টা
অথচ মহান আল্লাহ্বলেন -

ইন্না আংঝালনা হু ফি লাইলাতুলকদর=নিশ্চয় আমি তা (কোরআন ) নাযিল করেছি একটি সম্মানিত রাতে।
তাহলে কিভাবে সারাবিশ্বে ভিন্ন ভিন্ন দিন লাইলাতুলকদর হয়???
অতএব সারা বিশ্বে একটি লাইলাতুলকদর হবে!!
একিভাবে সারা বিশ্বে একই দিনে ঈদ হবে

========================================================================
আপনাদের কথা যদি ধরি তাহলে দেথুন বাস্তব অসিকারকরীগন কারা?
বাস্তব অসিকারকরী প্রথম সিয়াম কোন কোন দেশ বরবাদ করছে। নিচে তার কিছু নমুনা দেওয়া হলো
নতুন চাদের খবর পাওয়ার পরও গ্রহন করছেন না!!!! তাহলে এরা ভূল করছেন না সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা মরহুম ইসহাক (রহ.)-এর অনুসারীরা ভূল করছেন
========================================================================
২০১৪ সালে ২৮শে জুন শনিবার নয়া দিগন্ত অনলাইন এর রিপোর্ট -
সৌদী আরব-অস্ট্রেলিয়া পাকিস্তান-২৯শে জুন ২০১৪ রবিবার প্রথম রমযান
অপরদিকে-আমেরিকা,লেবানন,ইমেন,তুরস্ক,বেলজিয়াম,রাসিয়া,ইতালী সহ বেশ কয়েকটি ইউরোপিয়ান দেশে ২৮শে জুন শনিবার ২০১৪ প্রথম রমযান।
মানবকণ্ঠ-১৬-০৫-২০১৮
সৌদি আরব,মালয়েশিয়া অস্ট্রেলিয়াতে ১৭ মে,২০১৮ বৃহস্পতিবার প্রথম রমযান
অপরদিকে-তুরস্ক,যুক্তরাষ্ট্র ইউরোপে ১৬ মে, ২০১৮ বুধবার প্রথম রমযান
========================================================================
দেখুন যারা হাদীস সংগ্রহ করে গেছেন তাদের কথা
========================================================================
পরিচ্ছদঃ . প্রত্যেক দেশের অধিবাসীদের জন্য তাদের চাঁদ দেখা তাদের ক্ষেত্রে গ্রহনযোগ্য, অন্য দেশী মানুষের জন্য নয়। সুতরাং কোন দেশের লোক যদি চাঁদ দেখে, তবে হুকুম তাদের থেকে দূরবর্তী দেশীয় লোকদের জন্য প্রযোজ্য হবে না
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, ইয়াহইয়া ইবনু আয়্যুব, কুতায়বা ইবনু হুজর (রহঃ) ... কুরায়ব (রহঃ) থেকে বর্ণিত যে, উম্মুল ফযল বিনত হারিস তাকে সিরিয়ায় মুআবিয়া (রাঃ) এর নিকট পাঠালেন। (কুরায়ব বলেন) আমি সিরিয়ায় পৌছলাম এবং তার প্রয়োজনীয় কাজটি সমাধা করে নিলাম। আমি সিরিয়া থাকা অবস্থায়ই রমযানের চাঁদ দেখা গেল। জুমু'আর দিন সন্ধ্যায় আমি চাঁদ দেখলাম। এরপর রমযানের শেষভাগে আমি মদিনায় ফিরলাম। আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) আমার নিকট জিজ্ঞাসা করলেন এবং চাঁদ সম্পর্কে আলোচনা করলেন। এরপর জিজ্ঞাসা করলেন, তোমরা কোন দিন চাঁদ দেখেছ? আমি বললাম, আমরা তো জুমু'আর দিন সন্ধায় চাঁদ দেখেছি
তিনি আবার জিজ্ঞাসা করলেন, তুমি নিজে দেখেছ কি? আমি বললাম, হ্যাঁ, আমি দেখেছি এবং লোকেরাও দেখেছে। তারা সিয়াম পালন করেছে এবং মুআবিয়া (রাঃ)- সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করেছেন। তিনি বললেন, আমরা কিন্তু শনিবার সন্ধ্যায় চাঁদ দেখেছি। আমরা সিয়াম পালন করতে থাকব, শেষ পর্যন্ত ত্রিশ দিন পূর্ণ করব অথবা চাঁদ দেখব। আমি বললাম, মু-আবিয়া (রাঃ) এর চাঁদ দেখা এবং তাঁর সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করা আপনার জন্য যথেষ্ট নয় কি? তিনি বললেন, না, যথেষ্ট নয়। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরূপ করার জন্য নির্দেশ দিয়েছেন। মুসলিম-ইঃ ফাঃ ৩য় খন্ড ২৩৯৯, ইঃ সেঃ ২৩৯৬-১৩পৃঃ(From Net)
পরিচ্ছদঃ . নিজ নিজ শহরে চন্দ্রোদয়ের হিসাব অনুযায়ী কাজ করতে হবে, এক শহরের চন্দ্রেদয়ের হুকুম উল্লেখযোগ্য দূরত্বে অবস্থিত অন্য শহরের ক্ষেত্রে প্রযোজ্য নয়
২৪১৮-(২৮/১০৮৭-হাদীস একাডেমী। (ইসলামিক ফাউন্ডেশন ২৩৯৯, ইসলামীক সেন্টার ২৩৯৬) (From Net)
অনুচ্ছেদঃ০৩
নিজ নিজ শহরে চন্দ্রদয়ের হিসাব অনুযায়ী কাজ করতে হবে। এক শহরের চন্দ্রদয়ের হুকুম উল্লেখযোগ্য দূরত্বে অবস্থিত অন্য শহরের ক্ষেত্রে প্রযোজ্য নয়।সহিহ মুসলিম-খন্ড -ইঃ সেঃপৃঃ-১৩-(From Net)
========================================================================
পরিচ্ছদঃ . চাঁদ দেখার পর সাওম ফরয, এবং চাঁদ দেখার পর ঈদ করা ফরয; মাসের প্রথম শেষ তারিখে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তবে ত্রিশ দিনে মাস পূর্ণ হবে
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, ইয়াহইয়া ইবনু আয়্যুব, কুতায়বা ইবনু সাঈদ ইবনু হুজর (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাস ঊনত্রিশ রাত্রবিশিষ্ট হয়ে থাকে। তাই তোমরা চাঁদ না দেখে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) আরম্ভ করবে না এবং চাঁদ না দেখে ইফতার (ঈদ) করবেনা। হ্যাঁ, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে (ত্রিশ দিন) পূর্ণ করবে।মুসলিম শরীফ-খন্ড -ইঃ ফাঃ-২৩৭৬পৃঃ-১৫,১৬-(From Net)
========================================================================
রাসুল (সঃ) কোখাও বলেন নাই যে, সৌদীর সাথে সিয়াম ঈদ পালন করো, যদি কোন হাদীস থাকে জানাবেন
========================================================================
কোন কোন দেশ এই হাদীস এর উপর আমল করে!!!
========================================================================
২০১৪ সালে ২৮শে জুন শনিবার নয়া দিগন্ত অনলাইন এর রিপোর্ট -
সৌদী আরব-২৯শে জুন ২০১৪ সালে রবিবার প্রথম রমযান। আমেরিকা,লেবানন,ইমেন,তুরস্ক,বেলজিয়াম,রাসিয়া,ইতালী সহ বেশ কয়েকটি ইউরোপিয়ান দেশে ২৮শে জুন শনিবার প্রথম রমযান। মিসরের ইফতা হাউজ জানিয়েছে,রমজানের নতুন চাঁদ শুক্রবার দেখা যায়নি। ফিলিস্তিনের হায়ার জুডিশিয়াল কাউন্সিলও জানিয়েছে, শনিবার হবে শাবান মাসের শেষ দিন। ফলে রমজান শুরু হবে রবিবার। কুয়েত,জর্দান,সংযুক্ত আরব আমিরাত,ইন্দোনেশিয়া,দক্ষিন কোরিয়াও ঘোষনা করেছে যে ২৯ শে জুন রবিবার শুরু হবে রমজান। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমামস কাউন্সিলের বৈঠকের পর দেশটির মুফতি . ইব্রাহিম আবু মুহাম্মাদও রোববার সেখানে রমজান শুরু হবে জানিয়েছেন। পাকিস্তানেও রোববার হবে প্রথম রোজা। বাংলাদেশ,ভারতসহ কয়েকটি দেশে আজ শনিবার চাঁদ দেখা কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত হবে রমজান রোববার নাকি সেমবারে শুরু হবে
মন্তব্যঃ- পীর সাহেবদের অনুসারীদের মতে-সৌদী আরব-অস্ট্রেলিয়া পাকিস্তান-২৯শে জুন ২০১৪ রবিবার প্রথম রমযান অসিকার করলো
হাদীস এর দৃষ্টিতে- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরূপ করার জন্য নির্দেশ দিয়েছেন
========================================================================
মানবকণ্ঠ-১৬-০৫-২০১৮ সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার
সৌদি আরবে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। কারণে আগামী ১৭ মে, 2018 বৃহস্পতিবার থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হচ্ছে। গালফ নিউজ আরব নিউজের খবরে কথা বলা হয়েছে
সংবাদে বলা হয়েছে, মঙ্গলবার সৌদি আরবের কোথায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আর কারণে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে সারা বিশ্বের মুসলমানরা। মাসজুড়ে রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করা হয়
এদিকে মালয়েশিয়া অস্ট্রেলিয়াতে আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান শুরু হবে। এই দুটি দেশের চাঁদ দেখা কমিটি এই খবর জানিয়েছে
মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের বরাত দিয়ে মালয়েশিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, সারাদেশে বৃহস্পতিবার থেকে শুরু হবে পবিত্র রমজান। এই তারিখ নির্ধারণের বিষয়টি দেশটির রাজা ইয়াং দি-পার্তুয়ান অ্যাগং সম্মতি জানিয়ে এক নির্দেশ জারি করেছেন। এছাড়া একই দিনে পবিত্র রমজান শুরু হবে অস্ট্রেলিয়াতে। দেশটির ইমামদের সংগঠন এই বিষয়টি নিশ্চিত করেছে
এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ইসলামিক নেতা ইমামদের সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল এক্সিকিউটিভ কমিটি এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার তারাবির নামাজ পড়তে হবে। এর মধ্য দিয়েই শুরু হবে পবিত্র রমজান
অপরদিকে বুধবার পবিত্র রমজান মাস পালন শুরু করবে তুরস্ক। চাঁদ দেখার পর এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্র ইউরোপেও বুধবার থেকেই রোজা শুরু হয়েছে
বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে সেটা জানার জন্য চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে বুধবার সন্ধ্যায়। জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার মাগরিবের নামাজের পর বৈঠকে বসবেন। তখন পবিত্র রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত দিবে কমিটি। এরপরই রমজান শুরুর সঠিক সময় জানা যাবে
মন্তব্যঃ- পীর সাহেবদের অনুসারীদের মতে-সৌদি আরব,মালয়েশিয়া অস্ট্রেলিয়াতে ১৭ মে,২০১৮ বৃহস্পতিবার প্রথম রমযান অসিকার করলো
হাদীস এর দৃষ্টিতে- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরূপ করার জন্য নির্দেশ দিয়েছেন।– الله عالم
আল্লাহ্ আমাদেরকে এই সমস্ত পীর এর অনুসারীদের থেকে হেফাযত করুন আমিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন